লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পার্কিং স্পেস মেডিকেল স্টাফদের

খেলা ডেস্ক


এপ্রিল ০১, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন



লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পার্কিং স্পেস মেডিকেল স্টাফদের

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়ছে পুরো যুক্তরাজ্য। দেশের বিপদের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবও (এমসিসি)। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পার্কিং স্পেসের ৭৫ ভাগ তারা ছেড়ে দিয়েছে মেডিকেল স্টাফদের জন্য।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসের পার্কিং স্পেস এখন উন্মুক্ত থাকবে ওয়েলিংটন হাসপাতাল, ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল এবং সেন্ট জন ও সেন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিকেল স্টাফদের জন্য। আর গ্রাউন্ডের স্টোরেজ এরিয়া দেওয়া হয়েছে ওয়েলিংটন হাসপাতালকে।

গ্রাউন্ডের স্পেস উন্মুক্ত করে দিয়েই ক্ষান্ত হয়নি এমসিসি। দাতব্য প্রতিষ্ঠান সিটি হার্ভেস্ট লন্ডনে সরবরাহ করেছে খাবার। ভাইরাসের বিরুদ্ধে লড়তে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) স্বেচ্ছাসেবক হিসেবে এখনো পর্যন্ত যোগ দিয়েছেন দেশটির এক লাখ ৭০ হাজার মানুষ। যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। মারা গেছেন ১৪শ জন।

এআরআর-৩/বিএ-২৩