বড়লেখায় টিলা কাটার দায়ে জরিমানা

বড়লেখা প্রতিনিধি


মার্চ ৩১, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন



বড়লেখায় টিলা কাটার দায়ে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় টিলার মাটি কেটে পরিবহনের দায়ে ছমর উদ্দিন নামের এক ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার মহুবন্দ এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কেছরিগুল এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এ সময় থানার ওসি মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহনের দায়ে এক ট্রাক্টর মালিককে জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।