চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি


মার্চ ৩১, ২০২০
০৬:৩২ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৬:৩২ অপরাহ্ন



চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয়, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং থানার পুলিশকে ১০০ সেট পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি তাঁর ব্যক্তিগত উদ্যোগে পিপিইগুলো প্রদান করেছেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রথমে মন্ত্রীর পক্ষে জেলার সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদের হাতে পিপিই তুলে দেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কবিরুজ্জামান চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও) রাজিব দেবনাথ।

এরপর বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং পুলিশ কর্মকর্তাদের হাতে পিপিই তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রীর এপিএস ও পিও ছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠের বড়লেখা প্রতিনিধি লিটন শরীফ।

পিপিই প্রদান করায় সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদসহ সংশ্লিষ্টরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।