সিলেটে কোয়ারেন্টিনে আরও ২৮ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২০
০৬:২৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০৬:২৫ অপরাহ্ন



সিলেটে কোয়ারেন্টিনে আরও ২৮ জন
ছাড়পত্র পেলেন ৩৭৫ জন

মহামারি করোনাভাইরাসের সংক্রামন এড়াতে সিলেট বিভাগে নতুন করে ২৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ জন। 

১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন হয়েছে ৩৭২ জন। আর হাসপাতালের কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩জন। 

নতুন করে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ৩৫জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সহকারি পরিচালক ডা. মো. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে ২৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে আর ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৭৫ জনকে।

তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগে মোট ৩ হাজার ৮৮ জন কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৭০ জন। এখন কোয়ারেন্টিনে আছেন ৯১৮ জন।

 

রাচৌ-০১/এএফ-০১