সিলেট কারাগারে কোয়ারেন্টিন সেন্টার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২০
১০:১৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১০:৩০ অপরাহ্ন



সিলেট কারাগারে কোয়ারেন্টিন সেন্টার
নতুন বন্দিদের দু সপ্তাহের পর্যবেক্ষণ শেষে নেওয়া হয় ওয়ার্ডে

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিন সেন্টার চালু করা হয়েছে। নতুন কোনো বন্দি আসার পর তাদের সেখানে ১৪ দিন পর্যবেক্ষণ শেষে ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে বলে কারা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে দেশের সবকটি কারাগারে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। এরই অংশ হিসেব সিলেট কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষকে ২০টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ি সিলেটের বাদাঘাটে নতুন কেন্দ্রীয় কারাগার ও নগরের অভ্যন্তরে পুরাতন কারাগারে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে দেখা করা সীমিত করা হয়েছে। পাশাপাশি কারা ফটকে দেখা করতে গেলে অন্তত দেয়াল থেকে তিন ফুট দূরত্বে থাকতে হচ্ছে। এছাড়া নার্সদের পিপিই দেওয়া হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল সিলেট মিররকে জানান, বর্তমানে নতুন কারাগারে ২ হাজার ৬২৫ জন ও পুরাতন কারাগারে ৩৪ জন বন্দি আছেন। তাদের করোনা ভাইরাস মুক্ত রাখতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাচৌ-০৪/আরসি-০৩