কানাইঘাটে করোনা প্রতিরোধে যুবলীগের মাইকিং

কানাইঘাট প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২০
১১:১১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১১:১১ অপরাহ্ন



কানাইঘাটে করোনা প্রতিরোধে যুবলীগের মাইকিং

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী যুবলীগের নির্দেশনায় কানাইঘাট উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

আজ বুধবার (১ এপ্রিল) উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে এ মাইকিং করা হয়।

কানাইঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হকের তত্ত্বাবাধনে কানাইঘাট বাজারে মাইকিং করার সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, জেলা যুবলীগ নেতা ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, যুগ্ম-আহ্বায়ক এস এম মাহবুবুল আম্বিয়া, যুবলীগ নেতা আব্দুল্লাহ প্রমুখ।