চা শ্রমিক ইউনিয়ন নেতার পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২০
১১:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১১:৩২ অপরাহ্ন



চা শ্রমিক ইউনিয়ন নেতার পদত্যাগের ঘোষণা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুসে স্ট্যাটাস গিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

স্ট্যাটাসে নিজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন তিনি। নিজের ও পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা চিন্তা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন। তিনি বলেন- ‘প্রিয় চা-শ্রমিকবৃন্দ,  গত ১০.০৮.২০১৪  ইং এবং ২৪.০৬.২০১৮ ইং  আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজি নং-বি ৭৭, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে নির্বাচিত করেছেন।  আমি সর্বদা আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি কতটুকু করেছি আর করতে পেরেছি সেটা আপনারা দেখেছেন। আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি আমার পরিবার ও আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদ থেকে অব্যাহতি/ পদত্যাগ করার সিন্ধান্ত নিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে রাজু গোয়ালা সিলেট মিররকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অমান্য করে একটি মহল বাগানের শ্রমিকদের উস্কে দিচ্ছে। শ্রমিকদের উস্কে দিয়ে তারা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে বাগান চালু রাখতে চাই। আর এতেই একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টি বুঝতে পেরে নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। বর্তমানে আমার এ সিদ্ধান্ত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে ডেকে আনুষ্ঠানিকভাবে আমার সিদ্ধান্ত জানাব।’