নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০২, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন
তীব্র পানি সংকটে ভুক্তভোগী সিলেট নগরের উত্তর কাজীটুলা এলাকার বাসিন্দারা আগামীকাল বৃহস্পতিবার থেকে নিয়মিত পানি পাবেন। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম।
আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে ডেইলিসিলেটমিররডটকম-এ উত্তর কাজীটুলায় পানির জন্য হাহাকার শীর্ষক সংবাদ প্রকাশের পর মোবাইল ফোনে তিনি এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উত্তর কাজীটুলায় পানি না থাকার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সিটি করপোরেশনে যোগাযোগ করি। সিটি করপোরেশনের পানি শাখার সংশ্লিষ্ট প্রকৌশলী আমাকে জানান আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার নতুন মোটর বসানো হবে। তাই আজ বুধবার রাত বা কাল বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর কাজীটুলার বাসিন্দারা পানি পাবেন।’
তিনি আরও বলেন, ‘মোটর নষ্ট হওয়ায় এতদিন পানি পাননি ওই এলাকার বাসিন্দারা।’ পানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্তক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘প্রয়োজন শেষ হলে আমরা যেন অবশ্যই পানির কল বন্ধ করি।’
এনএইচ/ এনপি/বিএ-১৫