করোনায় মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

খেলা ডেস্ক


এপ্রিল ০২, ২০২০
০৪:০৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৪:৪৬ পূর্বাহ্ন



করোনায় মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরাসি লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের সাবেক সভাপতি পেপে দিউফ। সেনেগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পুরো সেনেগালে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী ছিলেন দিউফ। তিনিই দেশটিতে প্রথম মারা গেলেন এ ভাইরাসের কাছে হেরে। তার সুস্থতা কামনায় আগের দিন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিল মার্সেই। এর ঘণ্টাখানেক পরই আসে মৃত্যুর খবর।

তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে মার্শেই, ‘ক্লাবের ইতিহাসে বড় একজন স্থপতিই হয়ে রইবেন দিউফ। মার্শেই ক্লাব সারা জীবন তাঁর অবদান মনে রাখবে।’

দে জন্ম নেওয়া সেনেগালিজ বংশোদ্ভূত এ ফুটবল ব্যক্তিত্বর বেশি ছিল ইউরোপেই। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। ইউরোপের প্রথম শ্রেণির কোনো ক্লাবের তিনিই ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি। এ সময়ে দুইবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল মার্সেই। দুইবার খেলেছিল ফরাসি কাপের ফাইনালেও।

উল্লেখ্য, কদিন দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জও।

এআরআর/বিএ-২৭