জাফলং থেকে মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৩, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন



জাফলং থেকে মর্টার শেল উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ছৈলাখেল গ্রামের ছৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কূপ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কূপ কাটার সময় স্থানীয়রা ৮০ এম এম এ মর্টার শেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জাফলং থেকে মর্টার শেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। বর্তমানে মর্টার শেলটি থানা পুলিশের তত্বাবধানে রয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।

এনএইচ/বিএ-৩০