আইসোলেশনমুক্ত আফ্রিকান ক্রিকেটাররা স্বেচ্ছায় ঘরবন্দি

খেলা ডেস্ক


এপ্রিল ০৩, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন



আইসোলেশনমুক্ত আফ্রিকান ক্রিকেটাররা স্বেচ্ছায় ঘরবন্দি

হাসিমুখেই স্বেচ্ছা-ঘরবন্দি থাকার সময়টা শেষ করেছে ভারত সফর করে দেশে ফেরা দক্ষিণ আফ্রিকার পুরো ক্রিকেট টিম। নিয়ম মেনে সফরে থাকা দলের সব ক্রিকেটার ও স্টাফরা অন্যদের থেকে আলাদা থাকেন টানা ১৪ দিন। এখন পরিবারের সদস্যদের সঙ্গে মেশায় আর কোনো বাধা নেই তাদের। অন্তরণ থেকে ছাড়পত্র মিললেও সামাজিক দূরত্ব বজায় রেখে থাকতে হচ্ছে ঘরবন্দী হয়ে। কারণ প্রাণঘাতী করোনাভাইরাস যে এখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে।

ক্রিকেটার ও স্টাফদের কাছ থেকে যাতে অন্য কারোর মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশে ফেরার পর তাদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সে পরীক্ষায় উতড়ে গেছে পুরো দল। মনের মধ্যে বাসা বাঁধা অজানা আশঙ্কাটা অবশেষে দূর হলো। করোনা যে তাদের কাউকেই ছুঁতে পারেনি।

কোনো ক্রিকেট ম্যাচ না খেলে দশ দিনের ভারত সফর শেষে প্রোটিয়া ক্রিকেটাররা দেশে ফিরে। সফরে তিনটি ওয়ানডে খেলার কথা থাকলেও প্রথম ম্যাচটি বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। করোনাভাইরাস মহামারীর কারণে বাকি দুই ম্যাচ না খেলেই দেশে ফেরে ক্যাপ্টেন কুইন্টন ডি ককের দল। 

এআরআর-০৮/বিএ-৩৯