সিলেটে আরও ১১জন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৩, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন



সিলেটে আরও ১১জন কোয়ারেন্টিনে
সিলেট বিভাগে কোয়ারেন্টিনে আছেন ৫৭৩ জন

শহীদ শামসুদ্দিন হাসপাতাল। ছবি : এইচএম শহিদুল ইসলাম

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে আরও ১১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ৫ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে একজনকে। বিভাগে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৮৩ জন। 

সিলেট বিভাগে বর্তমানে ৫৭৩ জন কোয়ারেন্টিনে আছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১৮ জন, সুনামগঞ্জে ১১৬ জন, হবিগঞ্জে ১৪৭ জন ও মৌলভীবাজারে ৯২ জন। 

নতুন করে কোয়ারেন্টিন থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ৮৭ জন ও মৌলভীবাজারে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন আর এখন কোয়ারেন্টিনে আছেন মোট ৫৭৩ জন।

এনসি-০১/এএফ-০১