জুলাই-আগস্টে ফের ফুটবল শুরু হবে আশাবাদী উয়েফা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২০
০৪:৫৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৪:৫৯ অপরাহ্ন



জুলাই-আগস্টে ফের ফুটবল শুরু হবে আশাবাদী উয়েফা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে আছে বিশ্ব। সব ধরণের খেলা স্থগিত। খুব শিগগিরই পরিস্থিতি বদলানোর আভাসও পাওয়া যাচ্ছে না। তাই এর মধ্যেই লিগ বাতিল করে শীর্ষে থাকা ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করছে একটি দেশ। অন্য দেশগুলোও ভাবছে একই কথা। তাই ইউরোপের প্রত্যেকটি ফুটবল ফেডারেশনকে একটি চিঠি দিয়ে এখনই লিগ বাতিল না করার আহবান জানিয়েছে উয়েফা। আগামী জুলাই-আগস্টে মৌসুমের বাকি খেলাগুলো চালিয়ে নেওয়ার প্রত্যাশা করছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

দুদিন আগেই জুন পর্যন্ত ইউরোপের সব খেলা স্থগিত রেখেছে উয়েফা। কবে নাগাদ ফের শুরু হবে এমন কোনো ইঙ্গিতও দেয়নি সংস্থাটি। ফলে এক  প্রকার অনির্দিষ্ট সময়ের স্থগিত হয়ে গেছে উয়েফার সব খেলা। তাতে অনিশ্চয়তা আরও বাড়ে। তাই এর পর দিনই লিগে পরিষ্কার ১৫ পয়েন্ট এগিয়ে থাকা ক্লাব ব্রুসকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বেলজিয়ান ফুটবল। যে কারণেই নতুন করে চিঠি দিতে হয়েছে উয়েফাকে। মাঠে ফের ফুটবল গড়ানোর আশা করছেন উয়েফা সভাপতি আলেকজান্দার সেফেরিন।

উয়েফা এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান লিগ তাদের এখনই লিগ বন্ধ না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই এবং আগস্টে ঘরোয়া লিগ শেষে উয়েফার প্রতিযোগিতা শুরু করার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা বিশ্বাস করি। তাই এ মুহূর্তে ঘরোয়া লিগ বন্ধ করে দেওয়া কোনো ন্যায্য সিদ্ধান্ত নয়।'

উয়েফা সভাপতি আশা করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। করোনাভাইরাসের কারণে ক্রমেই অবনতি হচ্ছে বিশ্বের। সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন অর্ধ লক্ষের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। প্রতিনিয়তই হুহু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এআরআর-০৩/বিএ-১৪