দুস্থ পরিবারের সহায়তায় এগিয়ে এলেন সালমা

খেলা ডেস্ক


এপ্রিল ০৪, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন



দুস্থ পরিবারের সহায়তায় এগিয়ে এলেন সালমা

ভয়াবহ এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে গোটা পৃথিবী। করোনাভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়েছে! এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু ঘরে থাকতে গিয়ে কাজ হারাচ্ছেন অনেকে। বন্ধ হয়ে গেছে রোজগার। সেই অসহায় মানুষদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। তাদেরই একজন সালমা খাতুন।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক মানবতার ডাকে সাড়া দিলেন। সালমা খুলনার রূপসা উপজেলার রাজাপুর ইউনিয়নের মিল্কি দেয়ারায় নিম্ন আয়ের ৬০টি পরিবারের পাশে দাঁড়ালেন। শুক্রবার এক সপ্তাহের খাবার বিতরণ করেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানালেন সালমা। একইসঙ্গে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বললেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকতে আর বার বার সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ করেন সালমা। 

এআরআর-০৬/বিএ-২০