এজবাস্টন স্টেডিয়াম করোনা পরীক্ষাগার

খেলা ডেস্ক


এপ্রিল ০৪, ২০২০
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৩:২০ পূর্বাহ্ন



এজবাস্টন স্টেডিয়াম করোনা পরীক্ষাগার

যে স্টেডিয়াম এতোদিন আয়োজন করেছে ক্রিকেট মাঠের যুদ্ধ। সেই এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ট নেমেছে অন্য রকম এক লড়াইয়ে। প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে মহতী এক লড়াইয়ে।

 

ওয়ারউইকশায়ারের স্টেডিয়াম এখন ছেড়ে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য। কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে।

স্টেডিয়ামের গ্রাউন্ড সুনির্দিষ্ট করে বললে কার পার্কিং স্পেসে এনএইচএস স্টাফদের জন্য বসতে যাচ্ছে ড্রাইভ থ্রু করোনা টেস্টিং সেন্টার। যাদের পরীক্ষা করা প্রয়োজন পড়বে তারা এজবাস্টন রোডস্থ প্রবেশমুখ দিয়ে গাড়ি নিয়ে ঢুকবে। গাড়িতে বসে থাকা অবস্থায় হবে তাদের পরীক্ষা। পরে পারশোর রোডস্থ এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যাবে।

এনএইচএস স্টাফদের জন্য বিনে পয়সায় গ্রীষ্মকালীন ভিটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের খেলা দেখার ব্যবস্থা করার পরিকল্পনাও নিতে যাচ্ছে ওয়ারউইকশায়ার। এনিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এআরআর-০৭/বিএ-২৩