সিলেট বিভাগে কোয়ারেন্টিনে আরও ১৩

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৪, ২০২০
০৬:১৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৬:১৮ অপরাহ্ন



সিলেট বিভাগে কোয়ারেন্টিনে আরও ১৩
ছাড়পত্র পেলেন আরও ৯৫ জন

শহীদ শামসুদ্দিন হাসপাতাল। ছবি : এইচএম শহিদুল ইসলাম

করোনাভাইরাসের সংক্রামন এড়াতে সিলেট বিভাগে নতুন করে আরও ১৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৭জন ও মৌলভীবাজারে ৪জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সিলেট ও হবিগঞ্জে নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়নি। তবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরও ২ জনকে নতুন করে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬জন, সুনামগঞ্জে ১১জন, হবিগঞ্জে ৪৬জন এবং মৌলভীবাজারে ২১জন। 

জানা গেছে, সিলেট বিভাগে বর্তমানে মোট ৪৯০ জন কোয়ারেন্টিনে আছেন। এদের মধ্যে সিলেট জেলায় ২০২জন, সুনামগঞ্জে ১১২জন, হবিগঞ্জে ১০১জন ও মৌলভীবাজারে ৭৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে জানান, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগে ৩ হাজার ১২৮জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে ১৪দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৩৮ জন।

এনসি-০১/এএফ-০২