সিলেটে সেনাবাহিনীর টহল চলছে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৪, ২০২০
১০:১৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
১০:৪৮ অপরাহ্ন



সিলেটে সেনাবাহিনীর টহল চলছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সমাজিক দূরত্ব নিশ্চিতে সিলেটে নিয়মিত টহল শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সিলেট নগর ও জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে সেনা সদস্যরা জনসাধারণকে সামাজিক দূরত্ব বাজায় রাখা ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।

ইতোমধ্যে করোনা ভাইরাস এর প্রার্দুভাব মোকাবিলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হতে এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিদের্শনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে সিলেটে শুরুতে কয়েকদিন সরকারি নিদের্শনা মানা হলেও সম্প্রতি চিত্র ভিন্ন চিত্র দেখা গেছে। নগরের বিভিন্ন এলাকা ও মোড়ে জটলা দেখা গেছে। আর এ কারণে মাঠে আরও কঠোর হয়েছে সেনাবাহিনী। তারা মানুষকে যেকোনো মূল্যে ঘরে রাখার কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার বেলা ১ টায় নগরের কোর্ট পয়েন্টে সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। এসময় তারা পথচারীদের ঘরে ফেরার জন্য অনুরোধসহ ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে বন্ধ করে রাখার আহবান করেছেন।

 

 

নাচৌ-০৩/আরসি-১২