মন্ত্রীর নির্দেশে সিলেটে কোয়ারেন্টিনে যুবক!

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৪, ২০২০
১১:০৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
১১:০৭ অপরাহ্ন



মন্ত্রীর নির্দেশে সিলেটে কোয়ারেন্টিনে যুবক!

করোনা ভাইরাসের উপসর্গ না থাকা সত্ত্বেও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এক যুবককে। আজ শনিবার সকালে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, ওই যুবকের বাড়ি মৌলভীবাজারে। গতকাল শুক্রবার বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা যায়নি। তবুও পরিবেশ বন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন তাকে শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন। 

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, মৌলভীবাজারের এক যুবককে আজ শনিবার হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই। তবু তার রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে।

এনসি/এনপি-০২/বিএ-০৮