জকিগঞ্জে খাবার দিলো সোনার বাংলা সমিতি

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন



জকিগঞ্জে খাবার দিলো সোনার বাংলা সমিতি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো গরিব, কর্মহীন ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেটের জকিগঞ্জের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি। 

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এলাকার দুই শতাধিক অসহায়, দুস্থ মানুষের মধ্যে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সমিতির সভাপতি জাফরুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামূলক বক্তব্য দেন, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মাহতাব, সাবেক সাধারণ সম্পাদক ফুয়াজ্জুল ইসলাম প্রমুখ।

সমিতির সভাপতি জাফরুল ইসলাম জানান, করোনাভাইরাসের সতর্কতায় হাট-বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়া লোকজনের পাশে দাঁড়িয়েছে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি। পবিত্র মাহে রমজান পর্যন্ত কয়েক ধাপে মোট ৭০০ দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে সমিতি সবসময় প্রস্তুত রয়েছে।

সাধারণ মানুষের যেকোনো ক্লান্তিলগ্নে তিনি সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।