ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধে প্রশাসনের নির্দেশনা মানার আহ্বান সিলেট চেম্বারের

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৫, ২০২০
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৮:২১ অপরাহ্ন



ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধে প্রশাসনের নির্দেশনা মানার আহ্বান সিলেট চেম্বারের

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিকাল ৫ টার পর ঔষধ ব্যতীত  শুধুমাত্র ঔষধ ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখার জন্য প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি। 

আজ রবিবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট চেম্বারের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঔষধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বীজ, সার, কীটনাশক ব্যতীত সকল দোকানপাট বন্ধের ঘোষণা ইতোপূর্বে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বিবেচনায় অদ্য ৫ এপ্রিল থেকে বিকাল ৫টার পর শুধুমাত্র ঔষধ ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক সিলেটের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য, বীজ, সার, কীটনাশক ইত্যাদি দোকান খোলা রাখা যাবে। এ নির্দেশনা মেনে চলার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

এএফ/০৩