সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৬, ২০২০
০৮:০১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৮:০১ অপরাহ্ন
সারা বিশ্ব এখন লকডাউন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে কার্যত সব মানুষই গৃহবন্দী। হচ্ছে না কোনো ধরনের খেলা। ক্রিকেট, ফুটবল, রাগবি, বাস্কেটবল বা ফর্মুলা ওয়ান কোনোটাই বাদ পড়েনি।
কিন্তু এই মহাবিপর্যয়ের মধ্যে অবাক করেছে তাজিকিস্তান। মধ্য এশিয়ার দেশটিতে শনিবার শুরু হয়েছে নতুন ঘরোয়া ফুটবল মৌসুম। ৯ মিলিয়ন জনগণের দেশটিতে এখনো পর্যন্ত করোনা রোগী পাওয়া যায়নি। অথচ পুরো বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এক মিলিয়নেরও বেশি মানুষ। মারা গেছেন ৬০ হাজারেরও বেশি।
প্রাণঘাতী ও ভয়ানক করোনা প্রভাব বিস্তার করতে না পারায় সুপার কাপের ম্যাচ দিয়ে দেশটিতে নতুন ফুটবল মৌসুম শুরু হয়েছে বটে। তবে ফাঁকা স্টেডিয়ামে। ফুটবলাররাও কারো সঙ্গে হাত মেলাননি। বরং সামনে দিয়ে হেঁটে গিয়ে করেছেন শুধু শুভেচ্ছা বিনিময়। তার মানে কিছুটা হলেও করোনায় আক্রান্ত হওয়ার ভয় আছে সেখানেও।
অন্যদিকে করোনার দাপটে ইউরোপের সব ফুটবল টুর্নামেন্ট যখন বন্ধ। তখন বেলারুশে নিয়মিত মাঠে গড়াচ্ছে দেশটির প্রিমিয়ার লিগের ম্যাচ। ইউরোপের রাষ্ট্রটি এখনো করোনা মুক্ত থাকায় টুর্নামেন্ট বন্ধ করতে নারাজ বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশন।
এআরআর-১০/বিএ-২৯