সেই ডাক্তারের সহযোগী এলাকাবাসীর নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৭, ২০২০
০৫:০১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৫:০১ পূর্বাহ্ন



সেই ডাক্তারের সহযোগী এলাকাবাসীর নজরদারিতে

সিলেটে করোনায় আক্রান্ত হওয়া চিকিৎসকের সহযোগীকে নজরদারিতে রেখেছেন মিরাবাজারের উদ্দিপন এলাকাবাসী।

জানা যায়, গতকাল সিলেটে করোনায় আক্রান্ত হোন এক চিকিৎসক। সেই চিকিৎসকের এক সহযোগী নগরের মিরাবাজার চন্দনীটুলা মসজিদের কোয়াটারে ভাড়া থাকতেন। বিষয়টি এলাকাবাসী জানার পর তাদের নজরদারিতে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের। তিনি জানান, ‘ করোনা আক্রান্ত চিকিৎসকের সহযোগী হিসেবে যিনি কাজ করতেন তাকে এলাকাবাসী নজরদারিতে রেখেছেন। তার সাথে তার রুমের অন্য আরেকজনকেও নজরদারিতে রাখা হয়েছে। আমি বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামকে জানিয়েছি।

এবিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, করোনা আক্রান্ত চিকিৎসকের সহযোগীসহ আরো একজনকে নজরদারিতে রেখেছেন এলাকাবাসী। আমি সিলেটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। 

তিনি আরও জানান, তাদের করোনা পরিক্ষার জন্য কাল বা পরশু নমুনা সংগ্রহ করা হতে পারে। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তাদের নিজ কক্ষে থাকতে বলা হয়েছে।

এনএইচ-০৮