জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২০
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৯:৩৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নুর মিয়ার ব্যক্তিগত উদ্যাগে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বৃহত্তর আসামপাড়া, গুচ্ছগ্রাম, ২৪ পরগনাসহ পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় অন্তত ৮শ পরিবারের মধ্যে চাল, আলু ও সাবান বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, ব্যবসায়ী মোস্তাক আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার দাস, ব্যবসায়ী আব্দুস শুকুর, সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা মানিক আহমদ প্রমুখ।