ভালো আছেন করোনা আক্রান্ত সেই চিকিৎসক, পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২০
১২:০০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন



ভালো আছেন করোনা আক্রান্ত সেই চিকিৎসক, পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের পরিবারের সদ্যসদের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিম চিকিৎসকের হাউজিং এস্টেটের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত চিকিৎসকের পরিবারের ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি যে ১২ জনের নাম দিয়েছিলেন তাদের প্রত্যেকেরই সংগ্রহ করা হয়েছে। যেহেতু তারা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন; তাই আমরা নিশ্চিত হতেই তাদের নমুনা সংগ্রহ করেছি।’ 

আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তাদের রিপোর্ট পাওয়ার কথা । করোনা আক্রান্ত সেই চিকিৎসক বর্তমানে ভালো আছেন বলেও জানিয়েছেন হিমাংশু লাল রায়। 

এনএইচ-০১/এনপি-০৬/বিএ-১১