ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সচেতনতামূলক মাইকিং ও খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২০
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
১২:৪৬ পূর্বাহ্ন



ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সচেতনতামূলক মাইকিং ও খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় সিলেট ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নগরে সচেতনতামূলক মাইকিং ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার ( ৩ এপ্রিল) সিলেট ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নগরজুড়ে করোনা মোকাবেলায় এ সচেতনতামূলক মাইকিং করা হয়। এসময় করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব বজায় রাখা, বার বার হাত ধোঁয়া ও অন্যান্য বিধি নিষেধ পালনের আহ্বান জানানো হয়। মাইকিং থেকে নগরের জনসাধারণকে সরকারের নির্দেশ পালনেরও আহ্বান জানানো হয়। এছাড়া সংগঠনটির উদ্যোগে নগরের অসহায় ও দরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ উদ্যোগের বিষয়ে ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ বলেন, ‘ করোনা মহামারীতে দেশের জনগণ একটি খারাপ সময় পার করছে। এসময়ে করোনা মোকাবেলায় জনগণের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সিলেটের জনগণের মধ্যে সেই সচেতনতা তৈরি করতে আমরা নগরজুড়ে সচেতনতামূলক মাইকিং করেছি। এছাড়া কিছু অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে। এই সংকটকালীন সময়ে দেশের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

এনএইচ-০৩/বিএ-১৪