দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
১২:৫৭ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ১০টি ইউনিয়ন ও সিলেট সিটি করপোরেশনের ৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। পরে তারা অসহায়দের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ আলী, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, সমিতির সহ সভাপতি সাংবাদিক এম. আহমদ আলী, আব্দুস সত্তার, সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ইছন মিয়া, সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বেদার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহমদ খান, দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরওয়ার আলম মিথুন। 

উপস্থিত ছিলেন, সমিতির প্রচার সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ, সহ প্রচার সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, সমাজ কল্যাণ সম্পাদকহ আলতাফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহেদ আলী, সদস্য জয়নাল আহমদ, জাকারিয়া উল হক, ইকবাল আহমদ, সেলিম আহমদ, আলী আহমদ, নন্দন চন্দ্র পাল, সালেহ আহমদ শাহিন, আবুল কালাম, সায়েম আহমদ, শাহ অলিদুর রহমান, শাহাবুদ্দিন, আব্দুর রহমান, দিলু মিয়া, বরইকান্দির ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক রেজাউল হক, তেতলী ইউনিয়ন শাখার সভাপতি শাহীন আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার, দাউদপুর ইউনিয়ন শাখার সভাপতি হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, লালাবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কামালবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

পরে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়ন ও সিসিকের ৩টি ওয়ার্ডে সমিতির নেতৃবৃন্দ এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবান।

এনপি-০৯/বিএ-১৫