মাধবপুরে খাদ্যসামগ্রী পেলেন ৪০০ মানুষ

মাধবপুর সংবাদদাতা


এপ্রিল ০৮, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন



মাধবপুরে খাদ্যসামগ্রী পেলেন ৪০০ মানুষ

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মাধবপুরে ৪০০ সুবিধাবঞ্চিত, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নে ও দুপুরে মাধবপুর পৌরসভার জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী উপস্থিত থেকে কর্মহীন মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন কামাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, মো. আপন মিয়া, আরিফুর রহমান, মো. ফারুক পাঠান, মাধবপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ্ মো. সেলিম, পৌর কাউন্সিলর অজিত চন্দ্র পাল, বাবুল হোসেন, ব্যবসায়ী লিটন রায়, উপজেলা  যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।  

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে আমরা সবাই সতর্ক থাকতে হবে। এজন্য ঘরে থাকতে হবে। আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সরকার জনগণের জন্য খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। জেলা পরিষদ থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই সাহায্য অব্যাহত থাকবে।