রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৮, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন



রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে এ বিষয়টি অবহিত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন।

তিনি গতকাল সোমবার (৬ এপ্রিল) লিখিতভাবে হাসপাতালে রোগীদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা উল্লেখ করে সিভিল সার্জনকে বিস্তারিত অবহিত করেন। কলেজ অধ্যক্ষ বলেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে নিজস্ব উদ্যোগে পিপিই বিতরণ করা হয়েছে। সর্দি, জ্বর, হাচি-কাশি রোগীদের জন্য পৃথক ফ্লু কর্নারের ব্যবস্থা রয়েছে। রোগী ও দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য হাসপাতালের কয়েকটি স্থানে সাবান পানির ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ও জীবানুনাশক স্প্রের ব্যবস্থা রয়েছে। সম্ভাব্য করোনা রোগীদের জন্য ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। ইনডোরে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত সকল ওপিডি প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চালু রয়েছে ও ইমার্জেন্সি সার্ভিস, ইনভেস্টিগেশনের জন্য প্যাথলজিক্যাল ল্যাব, রেডিওলজিও ইমার্জেন্সি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রয়েছে।

এনপি-১১/বিএ-১৮