পানি সংকটে নগরের গোয়াইটুলাবাসী

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২০
০২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন



পানি সংকটে নগরের গোয়াইটুলাবাসী

পানি সংকটে পড়েছেন সিলেট নগরের গোয়াইটুলা ও আশেপাশের এলাকার বাসিন্দারা। গত দুইদিন তারা এ ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, করোনাভাইরাস জনিত সংকটের এই সময় পানি না থাকায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিন সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করে করোনা প্রতিরোধে নাগরিকদের বার বার হাত ধোঁয়া এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হলেও পানি না থাকায় তাদের পক্ষে তা পালন করা সম্ভব হচ্ছে না। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ সিলেট মিররকে বলেন, ‘ওয়ার্ডের কালাশাহর মাজারে যে পানির পাম্প আছে সেখান থেকেই এই এলাকায় পানি সরবরাহ করা হয়। কিন্তু গত দুইদিন আগে পাম্পটি বিকল হয়ে যাওয়ায় পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। আজ রাতের মধ্যেই পাম্পটি মেরামত করা হবে। আশা করছি সকাল থেকেই এলাকাবাসীর এই সমস্যা থাকবে না। 

 

এনএইচ-৩/এএফ-১৩