শবে বরাতে শাহজালাল (র.) মাজারের ফটক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন



শবে বরাতে শাহজালাল (র.) মাজারের ফটক বন্ধ থাকবে

 

আগামীকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পবিত্র শবে বরাতের দিনে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত বন্ধ থাকবে। একই সঙ্গে পরদিন শুক্রবারও (১০ এপ্রিল) মাজারের ফটক বন্ধ থাকবে।

এদিকে, মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শবে বরাতের রাতে বিশেষ দোয়া করার পাশাপাশি কবরস্থান বা মাজারে জনসমাগম না করার জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (র:) মাজারের খাদেম মুফতি আব্দুল খাবির। তিনি জানান, করোনাভাইরাসে ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত হওয়ায় মাজারে যাতে জিয়ারতের জন্য বেশি মানুষের সমাগম না হয় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পবিত্র শবে বরাতে নগরের বিভিন্ন মাজার ও কবরস্থানের সামনে যাতে মুসল্লিরা ভিড় না করেন সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে নির্দেশিকা সাঁটানো হচ্ছে। এছাড়াও নগরে মাইকিং-এর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সিসিক মেয়র।

এনপি-০৭/বিএ-১১