ডা. শামসুদ্দিনের প্রয়াণ দিবস আজ, হচ্ছে না স্মরণ অনুষ্ঠান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২০
১০:৪৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
১০:৪৬ অপরাহ্ন



ডা. শামসুদ্দিনের প্রয়াণ দিবস আজ, হচ্ছে না স্মরণ অনুষ্ঠান

বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছিলেন সিলেট সদর হাসপাতালের (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ) চিকিৎসক ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা ও নার্স মাহমুদুর রহমান। ১৯৭১ সালের আজকের দিনে (৯ এপ্রিল) হাসপাতালে কর্তব্যরত অবস্থায়ই হামলা করে তাদের তিনজনকে হত্যা করে পাক হানাদার বাহিনী। হানাদার বাহিনীর হাতে প্রাণ হারান হাসপাতালটির অ্যাম্বুলেন্স চালক কোরবান আলীও।

দেশের জন্য প্রাণ বিসর্জনকারী মহৎপ্রাণ ব্যক্তিদের প্রতিবছর ৯ এপ্রিল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নাগরিক মৈত্রীসহ সিলেটের বিভিন্ন সংগঠন। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এবার এই স্মরণ অনুষ্ঠান হচ্ছে না। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট জানান, এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা প্রতিবছর ৯ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ চিকিৎসকবৃন্দকে স্মরণ করি। কিন্তু এবার করোনা সংক্রমণের কারণে আমরা কোনো অনুষ্ঠান আয়োজন করছি না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে শহীদ চিকিৎসকবৃন্দকে স্মরণ করা হবে।’

এনপি-০১/বিএ-০২