উইজডেন সেরা সংক্ষিপ্ত তালিকায় কর্ণফুলী ফিশারি ঘাটের ছবি

খেলা ডেস্ক


এপ্রিল ০৯, ২০২০
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
১১:৩৫ অপরাহ্ন



উইজডেন সেরা সংক্ষিপ্ত তালিকায় কর্ণফুলী ফিশারি ঘাটের ছবি

 

বছরব্যাপী বিশ্বের বিভিন্ন প্রান্তে তোলা ৬৫০ টি ছবি জমা হয়েছিল। উইজডেন-এমসিসি ২০১৯ সালে তোলা এসব ছবির ভেতর থেকে বেছে নিয়েছে সেরা ১১টি ছবি। সংক্ষিপ্ত তালিকার এই সেরা এগারোর মধ্যে জায়গা করে নিয়েছে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাজীব রায়হানের একটি ছবি। এই প্রতিযোগিতায় সেরা ছবি তুলে চ্যাম্পিয়ন হয়েছেন গ্যাটি ইমেজের গ্যারেথ কোপলি।

গত বুধবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ১৫৭তম সংস্করণ প্রকাশিত হয়। এতে ২০১৯ সালে সেরা ক্রিকেটার হন ইংল্যান্ডের বেন স্টোকস। ক্রিকেটারদের স্বীকৃতির পাশাপাশি ক্রিকেট সম্পর্কিত পেশাদার ও শৌখিন আলোকচিত্রকেও স্বীকৃত করে তারা। এত এত ভালো ছবি পেয়ে উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন ‘ছবির মান গত গ্রীষ্মকে মনে করাতে প্রেরণা দেয়। দুর্দান্ত ছিল।’

ডেইলি স্টারের চট্টগ্রাম অফিসের আলোকচিত্রী রাজিব ২০১৯ সালের ২৩ ডিসেম্বর কর্ণফুলীর পাড়ে ফিশারি ঘাট এলাকায় ক্রিকেট খেলার একটি ছবি তুলেন। ছবিতে দেখা যায় দুই পাশে বিছানো মাছ ধরার জাল, তার মাঝে একটি রাস্তায় ক্রিকেট খেলছেন তিন যুবক।

তার এই ছবি যে সেরা তালিকায় আসতে যাচ্ছে এই খবর মাস দেড়েক আগে পেয়েছিলেন রাজিব। তবে উইজডেন অনুরোধ করেছিল প্রকাশের আগে তা গোপন রাখতে। চট্টগ্রাম বুর্যো অফিসের এই আলোকচিত্রী তুলেন সব ধরণের ছবিই। ডিসেম্বরের সেই বিকেলেও ফিচার ছবি তুলতে গিয়ে পেয়ে যান এই দৃশ্য, 'আমাদের তো ফিচার ছবি তুলতে হয়, সেদিনও গিয়েছিলাম ছবি তুলতে। দেখলাম এরকম একটা খেলা চলছে। তাই ক্লিক করলাম। অনুভূতি আসলে দারুণ। বিরাট সম্মানের ব্যাপার।'

এআরআর-০৪/বিএ-০৯