সিলেটের প্রতিনিধিত্ব করবেন মনির, মানস ও জাহিদ

মিরর স্পোর্টস ডেস্ক


মে ২৯, ২০২৪
০২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২৪
০২:৫৫ পূর্বাহ্ন



সিলেটের প্রতিনিধিত্ব করবেন মনির, মানস ও জাহিদ
৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪


সিলেট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মনির হোসেইন। ১ম রানার-আপ হন মানস কুমার সাহা ও ২য় রানার-আপ হন জাহিদ সনাতন। সেরা উদীয়মান খেলোয়াড় হন সাফওয়ান স্বাধীন।

প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী তিনজন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ১-৪ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য ‘৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর প্রাথমিক পর্বে সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করবেন।

সোমবার রাতে জেলা ক্রীড়া ভবনে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল হাসান। সিলেট জেলা দাবা উপকমিটির সহ-সভাপতি ভবেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল জুনায়েদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি। স্বাগত বক্তব্য রাখেন জেলা দাবা উপকমিটির সম্পাদক রাহাত তরফদার। সভায় জানানো হয় শিগগিরই স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. আক্কাছ উদ্দিন আক্কাই, সিলেট জেলা দাবা কমিটির যুগ্ম-সম্পাদক মো. জাহিদুল আলম জাহিদ ও সদস্য পার্থ সারথী চৌধুরী, জয় ভট্টাচার্য্য, আরবিটর মোহাম্মদ খায়রুল আমীন, বিপ্লব নন্দী, ঋষিকেশ গোস্বামী, আসাদুজ্জামান আহাদ, চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাউকি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। 

এএন/০৬