চার দিনব্যাপী অলিম্পিক সলিডারিটি স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স সম্পন্ন

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২৫
০৯:০৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৫
০৯:০৫ অপরাহ্ন



চার দিনব্যাপী অলিম্পিক সলিডারিটি স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স সম্পন্ন


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট বিভাগের চারটি জেলা (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে চার দিনব্যাপী  ‘অলিম্পিক সলিডারিটি স্পোর্ট স এ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স-২০২৫’ সমাপ্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সিলেটের জিমনেসিয়ামের হলরুমে কোর্স সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মো. রেজা-উন-নবী। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, ‘গুরুত্বপূর্ণ এই কোর্স যারা সম্পন্ন করলেন তারা তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিলে তবেই এ উদ্যোগ স্বার্থকতা পাবে।’

পরে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

এর আগে সমাপণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক মো. মোশারফ হোসেন মোল্লা। 

কোর্সে অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দের মধ্য হতে অভিজ্ঞতার বর্ণনা করেন আবু নসর মোহাম্মদ সুফিয়ান ও শারমিন আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক ও স্পেশাল অলিম্পিক বাংলাদেশের পরিচালক ফারুকুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ফখরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। 


এএফ/০৩