ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৫
১০:০০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২৫
১০:০০ অপরাহ্ন
জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের ৪৩ তম আসরকে সামনে রেখে সিলেট জেলার বাছাইপর্ব শেষ হয়েছে। বাছাই পবের আঞ্চলিক জোন পর্বে সিলেট জেলা মহিলা বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বালাগঞ্জ উপজেলার দাবাড়ু প্রত্যাশা রায় লোপা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি আগামীকাল থেকে শুরু হওয়া জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশীপের ৪৩তম আসরে সিলেট জেলার হয়ে লড়বেন।
বুধবার (১৩ আগস্ট) সিলেট জেলার বাছাইপর্ব শেষে চ্যাম্পিয়ন হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল।
ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার সিলেট জেলা সভাপতি আসাদুজ্জামান আহাদ, জেলা ব্যাডমিন্টন কোচ আব্দুল্লাহ মামুন, সাবেক দাবাড়ু পিন্টু বনিক, জাকারিয়া হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল বলেন, ‘সিলেট জেলার চ্যাম্পিয়ন হয়েই প্রত্যাশা রায় লোপা জাতীয় চ্যাম্পিয়নশীপে অংশ নিতে যাচ্ছেন। তিনি জাতীয় পর্যায় হয়ে একসময় আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আমরা প্রত্যাশা করি।’ দেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দাবায় বাংলাদেশের গর্ব রাণী হামিদ এই সিলেটের সন্তান। তিনি ৮১ বছর বয়সে এখনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতে চলেছেন। সিলেটের মেয়ে হিসেবে লোপার এগিয়ে যাওয়ায় রাণী হামিদের অর্জন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
এএফ/০৩