মিরর স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ০৪, ২০২৪
০৫:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২৪
০৫:২১ পূর্বাহ্ন
থাইল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানের মাসকটে মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল সেই ইতিহাসই গড়ে।
প্রথম কোয়ার্টারে থাইল্যান্ডের জালে ২ গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে সমানে সমানে লড়াই করে দুই দল। দুই দলই একটি করে গোল করে।
এতে ৩-১ ব্যবধানে মধ্য বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে খেলতে নেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি কোচ মওদুদুর রহমানের ছেলেরা। ৩ গোল দিয়ে যেন ম্যাচের ফলই নির্ধারিত করে দেন বাংলাদেশের যুবারা। চতুর্থ ও শেষ রাউন্ডে থাইল্যান্ডকে ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো।
কারণ ৬-১ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। শেষ রাউন্ডে শুধু একটা গোলই দিতে পেরেছে তারা। তবে বাংলাদেশও চূড়ান্ত রাউন্ডে এক গোল পেয়েছে। এতে ৭-২ ব্যবধানের বিশাল জয় পায় বাংলাদেশ।
থাইল্যান্ডের বিপক্ষে কোনো পর্যায়েই হারেনি বাংলাদেশ।
আগামী বছর ভারতে হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টে এশিয়ার ৭ দল অংশ নিবে। স্বাগতিক হওয়ায় ভারতের জায়গা নিশ্চিত। বাকি ছয় দল সুযোগ পাবে ওমানে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও স্বপ্ন ছিল বিশ্বকাপের টিকিট পাওয়ার। থাইল্যান্ডের বিপক্ষে জয়ে স্বপ্ন পূরণের সঙ্গে এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারনী ম্যাচ খেলবে বাংলাদেশ।
এএন/০১