বন্ধ থাকছে শাবির একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম

শাবি প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন



বন্ধ থাকছে শাবির একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম

মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিনদিন বেড়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।’ গত ৩১ মার্চ থেকে অনলাইনে চালু হওয়া শিক্ষা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলতে থাকবে বলে তিনি জানিয়েছেন। 

এনপি-০৮/বিএ-১২