জাফলংয়ে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন



জাফলংয়ে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ও কর্মহীন হতদরিদ্র শ্রমিকদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় হাজী অখন মিয়া স্টোন ক্রাশিং জোনের ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা অখন মিয়ার উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়। 

উদ্বোধন শেষে অখন মিয়া স্টোন ক্রাশিং জোনের ব্যাবসায়ী ও স্বেচ্ছাসেবকরা করোনা সংক্রমণ রোধে কর্মহীন ৭ শতাধিক অসহায় মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাজী অখন ক্রাশিং জোনের পরিচালক আনোয়ার হোসেন জুবের, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ব্যবসায়ী মফিজ মিয়া, নাজিম উদ্দিন, আবুল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের যতদিন সংকটময় পরিস্থিতি থাকবে ততদিনই হাজী অখন মিয়া স্টোন ক্রাশিং জোনের ব্যবসায়ীদের পক্ষ থেকে খাদ্য বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনপি-১৩/বিএ১৭