জগন্নাথপুরে পোশাক কারাখানার কর্মীর পরিবার কোয়ারেন্টিনে

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে পোশাক কারাখানার কর্মীর পরিবার কোয়ারেন্টিনে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে পোশাক কারখানার কর্মী  (৩০) ও তাঁর  স্ত্রীসহ (২৪) পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)তাদেরকে কোয়ারেন্টিনে রাখে পুলিশ।   

গ্রামবাসী জানান, গার্মেন্টসকর্মী ওই ব্যক্তি (৩০) ও তাঁর স্ত্রী (২৪) তিনদিন আগে ঢাকার নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রাম অনন্ত গোলাম আলীপুরে আসেন। গ্রামে এসে প্রাণঘাতী করোনা প্রতিরোধে নির্দেশনা অমান্য করে বাড়িতে না থেকে গ্রামে ঘোরাঘুরি করেন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানার উপপরিদর্শক  (এস.আই) অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে গিয়ে নারায়ানগঞ্জ থেকে আসা স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনুজ কুমার দাশ বলেন, গ্রামবাসীর কাছ থেকে  খবর পেয়ে গ্রামে গিয়ে ওই পরিবারকে বুঝিয়ে আগামী ১৪ দিন হোমকোয়ারেন্টিনে থাকতে বলেছি। তারা হোমকোয়ারেন্টিনে থাকবেন বলে কথা দিয়েছেন।

এনপি-১৭/বিএ-২১