সিলেটে মধ্যবিত্তের পাশে ‘টিম জানালা’

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০৫:৪২ পূর্বাহ্ন



সিলেটে মধ্যবিত্তের পাশে ‘টিম জানালা’
গোপনীয়তা রেখে পৌঁছানো হচ্ছে খাদ্যসামগ্রী

করোনাভাইরাসে পুরো বিশ্বই থমকে আছে। ব্যতিক্রম নয় বাংলাদেশেও। লকডাউনে থমকে গেছে মানুষের প্রাত্যহিক জীবন। এতে করে বিপদে পড়েছেন দিনমজুর নিম্নবিত্তের মানুষ। তবে পাশাপাশি সংকটে পড়েছেন অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষ। তারা না পারছেন সাহায্য চাইতে না পারছেন সহ্য করতে। এরকম মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম জানালা’। তারা এসব পরিবারকে খোঁজে বের করে খাদ্যসামগ্রীর ‘Survival Pack’ পৌছে দিচ্ছে কোন ধরণের প্রচারণা ছাড়া অনেকটা নীরবে।

টিম জানালার সমন্বয়ক ইফতি সিদ্দিকী বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। শুরুতে নিম্ন বিত্ত ও শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী পৌছে দিতে থাকে আমাদের টিম। একটা সময় আমরা দেখলাম নিম্নবিত্তদের পাশাপাশি অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষ বেকায়দায় পড়েছেন। চলমান পরিস্থিতিতে তারা অনেকের ঘরে খাবারের যোগান নেই, অথচ আত্মসম্মানবোধের কারণে কারও কাছে চাইতেও পারছেন না। তখন আমরা তাদের জন্য কিছু করার তাগিদ অনুভব করি।’

এরকম পরিবারের বিষয়ে নিশ্চিত হওয়ার পর আমাদের টিমের সদস্যরা তাদের বাসার দরজায় দুই-তিন সপ্তাহের খাবারের ‘Survival Pack’ পৌঁছে দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘কেউ যাতে বিব্রত না হন সেজন্য অনেকক্ষেত্রে তাদের আমরা বলি, আপনি অনলাইনে যে অর্ডার দিয়েছিলেন সেটা ডেলিভারী দিতে এসেছি। এক্ষেত্রে তাদের পরিচয়ও গোপন রাখছি আমরা।’

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা মেনেই টিম জানালার সদস্যরা খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘যারা খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন তারা পিপিই, গ্লাভস, মাস্কসহ প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ ব্যবহার করেই এ কাজ করছেন।’ পুলিশ প্রসাশনের অনুমতি এবং সহযোগিতা নিয়েই এ কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে তিনি জানান।

 

এএফ/১৬