সিলেটে ৬২৭ কয়েদিকে মুক্তির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১০, ২০২০
০৯:৫৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০৯:৫৬ অপরাহ্ন



সিলেটে ৬২৭ কয়েদিকে মুক্তির প্রস্তাব

বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৬২৭ জন কয়েদিকে সিলেট জেলা কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন সাজা ভোগ, ছোটখাটো অপরাধ ও অধিক বয়স্ক কয়েদি যারা রয়েছেন মূলত তাদের এ তালিকায় অন্তভূক্ত করা হয়েছে।

সিলেটের জেল সুপার মো. আব্দুল জলিল সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশে বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি তিন হাজার কয়েদিকে সাময়িকভাবে ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছে সরকার। যার মধ্যে সিলেটে ৬২৭ জনও রয়েছেন। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েদিদেরএ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠনো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেয়া যায় কিনা।

সিলেটের জেল সুপার মো. আব্দুল জলিল জানান, করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে সিলেটে কারাগারের ৬২৭ কয়েদিকে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছে।এর মধ্যে ৫৬৯ ধারায় ৬৮ জন, অচল অক্ষম ৮ জন, এক বছরের সাজাপ্রাপ্ত ১৬ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত ৪৯ জন, ৬ মাসের সাজা বাকি ৭ জন, লঘু অপরাধ ২২ জন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৫৬ জন ও মোট সাজার তিন ভাগ শেষ হওয়া ১০১ জনকে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছে।

এএন-০৩/এএফ-১০