নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২০
০৩:১৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৫:১২ পূর্বাহ্ন
সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাবেক সহসভাপতি বিমলেন্দু দে নান্টুর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
ক্রীড়া সংগঠক বিমলেন্দু দে নান্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় মেয়র প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। এক শোকবার্তায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানানোর পাশাপাশি বিদেহি আত্মার শান্তি কামনা করেন।
বিমলেন্দু দে নান্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। শোকবার্তায় তিনি তার বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সিলেটের ক্রীড়াঙ্গণের প্রিয়মুখ বিমলেন্দু দে নান্ট আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই ক্রীড়া সংগঠক সিলেটের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএ-০৪