সিলেটে অভিযানে ৮১৬০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১১, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন



সিলেটে অভিযানে ৮১৬০০ টাকা জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন জায়গায় আইন অমান্য করার দায়ে ৮১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সিলেট শহর ও জেলার সকল উপজেলায় মোট ২০টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। দণ্ডবিধির ২০৬৯/৭০/৭১ ধারায় রাস্তায় অযথা ঘোরাফেরা, নিয়ম না মেনে দোকান খোলা রাখা ও সিএনজি অটো রিকশায় অতিরিক্ত যাত্রী বহনসহ করোনা প্রতিরোধে সরকারের বিভিন্ন নিয়ম ভাঙ্গার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে  মামলা দায়ের করা হয়েছে ৮৯টি।

তিনি বলেন, ‘আমরা করোনা প্রতিরোধে সঙ্গনিরোধকে বেশি গুরুত্ব দিচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।’

এনপি-১১/বিএ-১৬