অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে গেল

খেলা ডেস্ক


এপ্রিল ১১, ২০২০
০৪:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৪:৩৮ পূর্বাহ্ন



অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে গেল

করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হচ্ছিল একের পর এক ক্রিকেট সিরিজ। তার ধারাবাহিকতায় অনিশ্চিত হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। অজি অধিনায়ক টিম পেইনও তেমন আভাস দিয়েছিলেন। এবার সত্যি সত্যি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে গেল। কোভিড-১৯ সঙ্কটের কারণে স্থগিত হয়ে গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্ট খেলতে জুনে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। ১১-২৩ জুনের মধ্যে টেস্ট ম্যাচ দুটি হওয়ার কথা ছিল চট্টগ্রাম ও ঢাকাতে। কিন্তু পূর্ব নির্ধারিত সময়ে সিরিজটি এখন আর হচ্ছে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) খবরটা নিশ্চিত করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। বিসিবি এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আলোচনা করে সিরিজের নতুন সময় সূচি ঠিক করবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘দুদেশের ক্রিকেটার ও ক্রিকেট ভক্তদের জন্য খবরটা নিঃসন্দেহে হতাশাজনক। কোভিড-১৯ মহামারীর বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। বিষয়টা বিবেচনা করে বিসিবি ও সিএ সমঝোতা পৌঁছেছে যে এটাই সবচেয়ে বিচক্ষণ ও বাস্তবিক সিদ্ধান্ত। আমরা প্রত্যাশা করছি, খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। নিকট ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আমরা সিরিজটি আয়োজন করতে পারব। সিএ এর সঙ্গে নিবিড়ভাবে এখন কাজ করে যাবে বিসিবি। কেননা তাদের কাছ থেকে আমরা সবসময় সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছি।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস বলেন, ‘সফর স্থগিত হওয়াটা দুঃখজনক বটে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খোলামেলা, সৎ ও দায়িত্বশীল আলোচনার জন্য ধন্যবাদ জানাই। এজন্যই আমরা পারস্পরিক সমঝোতায় পৌঁছতে পেরেছি। উভয় বোর্ডের কাছে সবসময়ই অগ্রাধিকারের বিষয় হলো আমাদের জনসাধারণের সুস্থতা। ঠিক এ কারণেই দুই টেস্টের সিরিজ আমরা স্থগিত করেছি। বৈশ্বিক ক্রিকেট বর্ষপঞ্জি এখন খুবই ব্যস্ত। কিন্তু তারপরও বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাতে সব কিছুই করব আমরা। নতুন সূচি ঠিক করতে আমরা বিসিবির সঙ্গে কাজ করে যাব।’ 

এআরআর-০৬/বিএ-২৫