আন্তর্জাতিক আম্পায়ার কথা বলেন গাছের ডালে উঠে

খেলা ডেস্ক


এপ্রিল ১১, ২০২০
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৯:০৩ অপরাহ্ন



আন্তর্জাতিক আম্পায়ার কথা বলেন গাছের ডালে উঠে

লকডাউনে যে যার মতো দিন কাটাচ্ছেন। তবে ভারতের আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরীর দশা বোধহয় সবার থেকে আলাদা। মোবাইলে কথা বলার জন্য গাছের ডালে উঠতে হচ্ছে তাঁকে।

সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে আম্পায়ার হতেন তিনি। কিন্তু সেই সিরিজ ভেস্তে যাওয়ায় ১৬ মার্চ উত্তরপ্রদেশে শামলি জেলায় নিজের পৈতৃক বাড়ি ডানগ্রোল গ্রামে এসেছিলেন। ইচ্ছে ছিল, সেখানে এক সপ্তাহ ছুটি কাটানোর। তারপরই লকডাউন হয়ে যায়। ফলে দিল্লিতে নিজের বাড়ি ফিরতে পারেননি। অনিলের কথায়, ‘এখানে মোবাইলে নেটওয়ার্কের হাল খুব খারাপ। তাই নেটওয়ার্ক পেতে গ্রামের বাইরে গিয়ে গাছের উপরে উঠতে হচ্ছে। কিংবা ছাদে উঠতে হচ্ছে। কারও সঙ্গে ফোনে কথাও বলতে পারছি না।’

এআরআর-০২/বিএ-০৪