জকিগঞ্জে তিন গ্রামের ১৯ পরিবার লকডাউন

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১২, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



জকিগঞ্জে তিন গ্রামের ১৯ পরিবার লকডাউন

সিলেটের জকিগঞ্জে দুই ইউনিয়নের তিনটি গ্রামের ১৯টি পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। চলতি সপ্তাহে উপজেলার বারহাল ইউনিয়নের মুহিদপুর ও নূরনগর গ্রামে এবং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে কয়েকজন লোক আসেন। করোনাভাইরাসে আক্রান্ত এলাকা থেকে তারা আসার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পরিবারগুলোকে লকডাউন করা হয় বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, বারহাল ইউনিয়নের মুহিদপুর ও নূরনগর গ্রামের ১৭টি পরিবার ও কাপনা গ্রামের ২টি পরিবারকে ১৪ দিনের জন্য পুরোপুরি লকডাউনে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ভাইরাস আক্রান্ত এলাকা থেকে জকিগঞ্জে এসেছেন এমন ১০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভাইরাস আক্রান্ত এলাকা থেকে কেউ এলে অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।