শামসুদ্দিন হাসপাতালে থাকা ২ জন ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৩, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন



শামসুদ্দিন হাসপাতালে থাকা ২ জন ঝুঁকিতে

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ১২ জনের মধ্যে ৩ জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের আজ ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।

আজ রবিবার (১২ এপ্রিল) বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আজ (রবিবার) তিনজনে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকা নয় জনের মধ্যে ছয় জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। এদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের করোনা উপসর্গ ছাড়াও কিডনী এবং অন্যান্য সমস্যা আছে। 

তিনি আরও জানান, হাসপাতালে থাকা নয়জনের মধ্যে আটজনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএমজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বাকি একজনের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। 

এএইচ-০২/এএফ-১২