শ্রীধরায় প্রবাসীদের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



শ্রীধরায় প্রবাসীদের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ

বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা প্রভাতী এলাকার যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের অর্থায়নে ২ লক্ষ ৫০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রভাতী যুব সংঘের সহযোগিতায় শনিবার (১১ এপ্রিল) রাতে ১৭০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়।

প্রতি প্যাকেটে ছিল ২০ কেজি চাল, ৫ কেজি পিঁয়াজ, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চানা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম রসুন ও একটি সাবান।

প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক কেএইচ সুমন বলেন, নোবেল করোনাভাইরাসের জন্য দেশব্যাপী লোকডাউন চলছে এমন অবস্থায় প্রায় সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এজন্য অনেকের ঘরে একদিনের খাবার থাকলেও পরের দিনের খাবার নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন। তাই আমাদের প্রভাতীপাড়ার যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের অর্থ সহায়তায় আমরা এই ত্রাণ সামগ্রী বিতরন করেছি। 

তিনি জানান, এলাকার মুরব্বি হাজী খালেদ হোসেন, সুরমান আলী ও খছরুজ্জামানের তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিন মন্টু, সহসভাপতি মারুফ আহমদ, হেসেন আহমদসহ সংগঠনের সকল সদস্য রাতে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রানসামগ্রী পৌঁছে দেন। 

বিএ-১২