সিলেটে কোয়ারেন্টিনে আরও ৬৮৭ জন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২০
০৫:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন



সিলেটে কোয়ারেন্টিনে আরও ৬৮৭ জন
সুনামগঞ্জে ২৭৪, মৌলভীবাজরে ৩১৭

করোনাভাইরাসের সংক্রামণ রোধে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬৮৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৭৪ জন, মৌলভীবাজরে ৩১৭ জন ও হবিগঞ্জে ৯১ জন। বাকি ৫ জন আছেন প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৪ জন এবং হবিগঞ্জে একজন।

একই সময়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। এর মধ্যে সিলেটে ১ জন ও সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৭০৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হযেছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৯৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৬১৪ জন।

 

এনসি-০২/এএফ-০২