করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৩, ২০২০
০৭:৩৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন



করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স কোয়ারেন্টিনে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের এক নারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসক, নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, ‘রিপোর্টে করোনা নিশ্চিত হওয়ার পর তার সংস্পর্শে থাকা ঐ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

সুনামগঞ্জ সদর উপজেলার ওই নারী গর্ভবতী অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার সিজার অপারেশন হয়। তারপর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পরে।

এ বিষয়ে ডা. হিমাংশু লাল সিলেট মিররকে জানান, ‘এখন আমরা সবাই ঝুঁকিতে আছি, তবে ওই নারীর চিকিৎসার সঙ্গে জড়িত সকলে আরও একটু বেশি ঝুঁকিতে আছেন। ইতিমধ্যে তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে কারও করোনা উপসর্গ দেখা দিলে আমরা তার পরিক্ষা করব।’ ওই নারীর কাছাকাছি থাকা হাসপাতালের অন্যান্য রোগীরা কতটা ঝুঁকিতে আছেন এমন প্রশ্নের জবাবে ডা.হিমাংশু দাবি জানিয়ে বলেন, ‘তাকে আমরা প্রথম থেকেই আলাদা করে রেখেছিলাম, তার কিছু উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।’

আক্রান্ত নারীর স্বামী কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে ফিরেছেন বলে জানা গেছে।

 

 

এনএইচ-০২/এএফ-০৬